করোনায় প্রবীণ ন্যাপ নেতা ও সিনিয়র আইনজীবী সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

করোনায় প্রবীণ ন্যাপ নেতা ও সিনিয়র আইনজীবী সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যু

Manual1 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৮ জুন ২০২১ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ীর জমিদার পরিবারের কৃতি সন্তান, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা বারের সিনিয়র আইনজীবি ও সাংস্কৃতিক সংগঠক সমর কান্তি দাস চৌধুরী (৭৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৫ জুন ২০২১) বিকেল ৪টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার তাঁর নিজ বাড়ি শ্রীনাথপুর (মুন্সীবাড়ি) গ্রামের নিজ পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির জমিদার পরিবারে ১৯৫০ ইংরেজীতে জন্ম নেয়া এডভোকেট সমর কান্তি দাস চৌধুরী জেলার বিভিন্ন সামাজিক, সাস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুতপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি সম্পাদক ছিলেন। তাঁর একমাত্র সন্তান এডভোকেট স্বর্ণ কান্তি দাস চৌধুরী সুজয় বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী নীহারেন্দু হোম সজল জানান, গত ৮ জুন এড. সমর কান্তি দাস চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে ১২ জুন তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার করোনার কাছে হেরে গিয়ে পরলোকগমন করেন। এড. সমর কান্তি দাস চৌধুরী ন্যাপের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Manual7 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

Manual3 Ad Code

‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা বারের সিনিয়র আইনজীবি ও সাংস্কৃতিক সংগঠক সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
ঐতিহ্যবাহী মুন্সীবাড়ীর জমিদার পরিবারের কৃতি সন্তান, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা বারের সিনিয়র আইনজীবি ও সাংস্কৃতিক সংগঠক সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী নীহারেন্দু হোম সজল। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code