বিসিক থেকে উই উদ্যোক্তাদের জন্য থাকবে অনেক রকম সুবিধা

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২১

বিসিক থেকে উই উদ্যোক্তাদের জন্য থাকবে অনেক রকম সুবিধা

ইফ্ফাত সুলায়মান লুবনা | সিরাজগঞ্জ, ৩০ জুন ২০২১ : 👍আমি উই’য়ের একজন উদ্দ্যোক্তা এটা আমার গর্ব।

আজ সিরাজগঞ্জের ১৪ জন উই উদ্দ্যোক্তা বিসিকের রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করলো। নিজে কাছে বসে থেকে ফর্ম পূরণ করালাম।আগামীকাল আরও ৫ জন ফর্ম জমা দিবে ইনশাআল্লাহ্।
ফর্ম পূরণ শেষে যারা উই সফ্টওয়ারে রেজিষ্ট্রেশন করা বাকি ছিলো তাদের রেজিষ্ট্রেশন করে দেওয়া হলো।সাবস্ক্রাইবার ফর্মও পূরণ করা হলো।রেজিষ্ট্রেশন ও সাবস্ক্রাইবার ফর্ম পূরণ করতে সাহায্য করলেন সিরাজগঞ্জের সহ জেলা প্রতিনিধি Hanjala Islam Hanif ভাই।
যারা জেলা সদরে থাকেননা তাদের মন খারাপ করার কিছু নেই।সিরাজগঞ্জ জেলার সকল থানার উই উদ্দ্যোক্তারা যেনো বিসিকের সদস্য হয়ে সকল সরকারি সুযোগ সুবিধা পান সে জন্য বিসিকের ফর্ম আপনাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া হলো।
বেলকুচি, এনায়েতপুর, খুকনির উদ্দ্যোক্তারা সহ প্রতিনিধি Sharmin Nipa র কাছে ফর্ম পেয়ে যাবেন। ফর্ম নিপার কাছে পৌঁছে গেছে।
উল্লাপাড়া,রায়গন্জের উদ্দ্যোক্তাদের জন্য হানিফ ভাই আগামীকাল ফর্ম নিয়ে যাবেন।আপনারা নিজ দায়িত্বে হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে ফর্ম পূরণ করে দিবেন।
শাহজাদপুরের উদ্দ্যোক্তারা ফর্ম পাবেন জেলা প্রতিনিধি Zannat Lopa র কাছে।লোপার কাছেও খুব শীঘ্রই ফর্ম পৌঁছে যাবে।
বিসিক থেকে উই উদ্দ্যোক্তাদের জন্য থাকবে অনেক রকম সুবিধা। আগামীতে যা হবে সব ভালোই হবে ইনশাআল্লাহ্।
আমি গর্বিত আমি উই’য়ের একজন উদ্দ্যোক্তা।
❤️বিনা পারিশ্রমিকে উই’য়ের হয়ে কাজ করি উই’কে ভালোবাসি তাই।
❤️দিনরাত সিরাজগঞ্জের উই উদ্দ্যোক্তাদের জন্য কাজ করি নিজের জেলাকে ভালোবাসি তাই।
❤️আগামীতেও উই’য়ের হয়ে উই উদ্দ্যোক্তাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি।
সকলে আমার জন্য দোয়া করবেন যেনো আমি নিজ জেলার উদ্দ্যোক্তাদের জন্য কাজ করে যেতে পারি।
অনেক অনেক ধন্যবাদ উই’কে,উই জননী Nasima Aktar নিশা আপুকে, আমাকে এই সকল কাজের জন্য উপযুক্ত মনে করার জন্য, দায়িত্ব দেবার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করবো উই’য়ের দেয়া দায়িত্ব পালন করতে।

Iffat Solaiman Lubna
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
স্বত্বাধিকারী
Shirso Bazar.

সিরাজগন্জ থেকে কাজ করছি
🐂 দেশি গরুর দুধ থেকে তৈরী খাঁটি গাওয়া ঘি।,
🐂গরুর ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল,
🍶কালোজিরার তেল,
🌶️গুড়া মসলা।
🥻শাড়ি
👘থ্রি পিস
🧣গামছা
✳️নরমাল লুঙ্গি ও স্মার্ট লুঙ্গি নিয়ে।

⭕”এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”⭕