সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২১
তথ্য-প্রযুক্তি প্রতিবেদক | ঢাকা, ৩০ জুন ২০২১ : আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে (২০২০) ২৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়েছে।
সূচকে বাংলাদেশ ৮১.২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম।
আইটিউ এর ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ১০০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য এবং সৌদি আরব। তাদের স্কোর সমানসংখ্যক ৯৯.৫৪। তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১১তম। এই অঞ্চলে প্রথম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। এছাড়া ভারত, চীন এবং পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৪, ৮ এবং ১৪ নম্বরে।
বাংলাদেশের সরকারের বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন, যা ভবিষ্যতে আরো দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D