শুধু খেতেও মজা না পুষ্টিগুণেও ভরপুর

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১

শুধু খেতেও মজা না পুষ্টিগুণেও ভরপুর

Manual4 Ad Code

।| ফারজানা আক্তার হাসি |। সিরাজগঞ্জ, ০৪ জুলাই ২০২১ : ছাতু কিভাবে খায়??

ছাতু দিয়ে পিঠা, সরবত, নাড়ু, আম, দুধ, কলা দিয়ে ছাতু, পানি বা দুধ মিশিয়েও ছাতু খেতে পারবেন।
কি কি উপকরনে ছাতু হয়?
ছাতু অনেক প্রকারেরই হয়।
আমার কাছে সব ধরনের ছাতু পাবেন তাছাড়া আমি যে ছাতু নিয়ে কাজ করছি তাতে আছে নারকেল, চিড়া, মুড়ি, চাল, যব, গম, ছোলা বুট ,বাদাম আরও অনেক উপকরন মিশ্রিত করে বানানো হয়; যা শুকনো খেতেও বেশ সুস্বাদু। ?
শুধু খেতেও মজা না পুষ্টিগুনেও ভরপুর।?
“এই পন্যের গুনগত মান আমি সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে পোস্ট করেছি। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা”

Manual1 Ad Code

ফারজানা আক্তার হাসি
উই জেলা সহ. প্রতিনিধি,সিরাজগঞ্জ।

Manual2 Ad Code

কাজ করছি ডালের বড়ি,ছাতু ও শাড়ি নিয়ে?
ওনার অফ (দেশাল)

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ