সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
।| নাশিদ নিকিতা |। ঢাকা, ১০ জুলাই ২০২১ : গতকাল উই হাটবাজার থেকে আমার এই ভাইরাল শাড়ির ১২টা অর্ডার কনফার্ম করেছি। ভোর ৪টা পর্যন্ত গতকাল্কে অর্ডার নিয়েছি। আজকে বিকালে ঢাকা এবং ঢাকার বাইরের পার্সেল গুলা পাঠিয়ে দিয়েছি । <3 এই শাড়ি থেকেই মূলত আমি উইতে ব্যাপক পরিচিতি পাই। এই এক শাড়ি দিয়েই হয়ে যাই লাখপতি। সাথে পেয়েছি অসংখ্য প্রশংসা আর ভালোবাসা। <3
মাঝে মাঝে উইতে নিজের নাম সার্চ দিয়ে এই শাড়ির রিভিউ গুলা দেখি, একটা আলাদা তৃপ্তি কাজ করে।
একটা ব্রান্ডিং , একটা পরিচিতির কতো শক্তি। আপনার প্রোডাক্টই আপনাকে আপনার জীবন বদলে দিবে।
কয়েক দফায় এই শাড়ির স্টক শেষ হওয়ার পরেও বারবার এটার অর্ডার আসতে থাকে। এই শাড়িটা সত্যিই আমার বিজনেসের লক্ষ্মী।
দেশ পেরিয়ে বিদেশেও চলে গেছে আমার এই লক্ষ্মী শাড়ি। কেউ নিয়েছেন হলুদের প্রোগামের জন্য। কেউবা নিয়েছেন প্রবাসে বসে বিজনেস করার জন্য ।
এই শাড়ির তাঁতি একদিন বলেছে -“আপা অনেক ধন্যবাদ দিয়েন আপনাগো কাস্টমারদের। দেশের এই খারাপ সময়েও আমাদেরকে বাঁচায় রাখসেন। ”
Nashid Nikita
Dhanmondi Co Ordinator
Owner of ” kabbo konna- কাব্য কন্যা ”
= “এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি