কাঁচাগোল্লা কেন খাবো?

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১

কাঁচাগোল্লা কেন খাবো?

Manual6 Ad Code

।| শাফিনা তিশু |। চট্টগ্রাম, ১৫ জুলাই ২০২১ : কাঁচাগোল্লা।মিষ্টির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা মিষ্টি।যা তৈরি হয় সম্পূর্ণ ছানা দিয়ে।ছানা খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকরও বটে।তাছাড়া ক্যালসিয়ামের ভরপুর উৎস এই ছানা।যা দাঁত এবং হাড় গঠনে ভূমিকা রাখে।টাটকা ছানা শরীরে শক্তি জোগায় এবং যেহেতু কাঁচাগোল্লা রসে ডোবানো মিষ্টি নয় তাই সব বয়সের সকলেই এটি খেতে পারে।যারা কম চিনি পছন্দ করে তাদের জন্য কাঁচাগোল্লা বেস্ট চয়েস।

Manual7 Ad Code

#
শাফিনা
চট্টগ্রাম থেকে।
আমার উদ্যোগ-
?Crafting dreams.
?Mithai(মিঠাই)-CTG.

“এই পণ্যের গুণগতমান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে এবং পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই।” উই” কর্তৃপক্ষ এর ক্রয়-বিক্রয় এর সাথে কোনভাবেই সম্পৃক্ত নয় এবং এর কোন দায়ভার বহন করে না।”

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ