জার্নালে গবেষণা-প্রবন্ধ প্রকাশের জন্য গবেষকদের অনুদান দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

জার্নালে গবেষণা-প্রবন্ধ প্রকাশের জন্য গবেষকদের অনুদান দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

Manual8 Ad Code

ঢাকা, ২৯ জুলাই ২০২১ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌলিক ও প্রায়োগিক গবেষণার মান ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইমপ্যাক্ট ফ্যাক্টর সংবলিত আন্তর্জাতিক জার্নালে শিক্ষক ও গবেষকদের গবেষণা-প্রবন্ধ প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে অনুদান প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় শিক্ষক ও গবেষকদের অধিকতর মনোযোগ দিয়ে গবেষণায় সক্রিয় অংশগ্রহনের আহ্বান জানানো হয় বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ