গীতিকবি মমতাজ জালাল করোনায় অাক্রান্ত

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১

গীতিকবি মমতাজ জালাল করোনায় অাক্রান্ত

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ৩০ জলাই ২০২১ :
বিশিষ্ট নারী নেত্রী, অসংখ্য স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পৃষ্টপোষক, লোকজ গীতিকবি মমতাজ জালাল করোনায় অাক্রান্ত হয়েছেন।গীতিকবি মমতাজ জালালের জন্য সকলের নিকট দোয়া ও অার্শিবাদ কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual7 Ad Code

কবি মমতাজ জালাল জাতীয় কবিতা পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও শ্রীমঙ্গল শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল যুক্তরাজ্য শাখার প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ম্যাগাজিন জার্নালিষ্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় উপদেষ্টা, বনফুল থিয়েটারের উপদেষ্টা। এছাড়াও কন্ঠধব্নি অাবৃত্তি চক্র, সবুজ পাতাকুঁড়ি, স্বাধীনতা সংসদ, ফেঞ্চুগঞ্জ শিশু কিশোর পরিষদ সহ জাতীয় অান্তর্জাতিক অসংখ্য সংগঠন ও সংস্থার সংঙ্গে জড়িত থেকে অার্ত মানবতার কল্যাণে কাজ করে চলেছেন।

Manual4 Ad Code

কবি মমতাজ জালাল – সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল ও যুক্তরাজ্য প্রবাসী কামাল অাহমেদের মাতা।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ