জাতীয় শোক দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের ভার্চুয়াল আলোচনাসভা কাল

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

জাতীয় শোক দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের ভার্চুয়াল আলোচনাসভা কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১২ অাগস্ট ২০২১ : আগামীকাল ১৩ আগস্ট ২০২১ শুক্রবার বিকাল ৫টায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে ১৫ আগস্ট কলঙ্কিত হত্যা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
আলোচনায় অংশ নেবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুলতানা কামাল, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, খুশী কবির, রোকেয়া কবির, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান প্রমুখ।

সভাটি নিম্নোক্ত লিংকে সকলের অংশগ্রহনের জন্য অনুরোধ জাননো যাচ্ছে।

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87263425299?pwd=RWZRUzRmckJ5OXBqQjlQaFV3d2h1UT09

এ সংক্রান্ত আরও সংবাদ