রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষক হলে কোন প্রকার সন্ত্রাসই বন্ধ করা যায়না: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষক হলে কোন প্রকার সন্ত্রাসই বন্ধ করা যায়না: ওয়ার্কার্স পার্টি

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৮ অাগস্ট ২০২১: জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৯তম বার্ষিকীতে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) সারাদেশে ‘সন্ত্রাসবিরোধী’ দিবস কর্মসুচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

কেন্দ্রীয়ভাবে বিকেল পাঁচটায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্টিয় পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক।
প্রারম্ভিক বক্তব্যে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা সাম্প্রদায়িক ও প্রতিক্রীয়াশীল সন্ত্রাসী হামলায় নিহত ঐ সময়কালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সমূহের অব্যাহত সন্ত্রাসী হত্যা-হামলার ঘটনায় চুয়াডাঙ্গার ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড রমজান, কমরেড মকলেস, কমরেড সোহরাব, কুলাবিলা গুচ্ছ গ্রামের উজীর, মুরাদ, আসানুর, শামসের, আখের আলী, কাওসার, পুটু, নাসিরসহ আটজন খেতমজুর নেতা, মেহেরপুরের কমরেড জহির, ঝিনাইদহের কমরেড মন্টু মাস্টার ও নাটোরের লাল পুরের আখ চাষী নেতা আব্দুস সালামসহ যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সে সকল হত্যাকান্ডের বিচার হয়নি। হত্যার পিছনের ষড়যন্ত্রকারীরা অধরাই রয়ে গেছে।
তিনি বলেন, রাষ্ট্র সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হলে কোন বিচার মেলেনা।
সভা সঞ্চালনা করেন পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান ।
সভায় বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য কমরেড ড. সুশান্ত দাস, কমরেড নুর আহমেদ বকুল এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড সৈয়দ আমিরুজ্জামান, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, এডভোকেট আবুবকর সিদ্দিক, কমরেড তপন কুমার দত্ত চৌধুরী, কমরেড নজরুল হক নীলু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, কমরেড দেবাশীষ প্রামাণিক, কমরেড দীপঙ্কর সাহা দিপু, কমরেড হাজী বশিরুল আলম, এডভোকেট ফাহিমুল হক কিসলু, কমরেড নজরুল ইসলাম, কমরেড রবিউল অাওয়াল, কমরেড জোবায়দা পারভীন, কমরেড কাজী লিয়াকত আলী লিকু, কমরেড কলিন্স, এডভোকেট কাজী মাসুদ আহমেদ, কমরেড মহীবুল্লাহ মোড়ল, কমরেড মুর্শীদা, কমরেড লাকী ফেরদৌসী, কমরেড তানভীর রুসমত, কমরেড সদরুল ইসলাম, কমরেড আমিরুল ইসলাম, কমরেড তাপস ঘোষ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা বারবার দক্ষিণপন্থি প্রতিক্রীয়াশীল ও উগ্রসাম্প্রদায়ীক শক্তির হত্যা হামলার শিকার হয়েছেন। সাম্প্রদায়িকতার বিপদ মোকাবেলা করেই ওয়ার্কার্স পার্টি জনগনের পাশে আছে। এই করোনা মহামারী প্রতিরোধ এবং জনগনের স্বাস্থ্য রক্ষায় ৪০টি জেলায় ওয়ার্কার্স পার্টির সেচ্ছাসেবক ব্রিগেড কাজ করছে। যে কোন সন্ত্রাস মোকাবেলায় পার্টি জনগণকে সাথে নিয়ে রুখে দাড়াবে।