সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
দিনাজপুর প্রতিনিধি, ২৩ আগস্ট ২০২১ : দিনাজপুরের ৮নং নিউটাউন রেলঘন্টির যাত্রী ছাউনির উপর মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (২৩ অাগস্ট ২০২১) বিকেল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাজ্জাদ (১৩), আপন (১৬), মিম (১২), হাসান (১৫)।
নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন দিনাজপুর সদরের ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে। মিম একই এলাকার সাজু মন্ডলের ছেলে। হাসানও একই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং আপন সদরের খোদ মাধবপুর গ্রামের মোকছেন আলীর ছেলে।
আহতরা হলেন বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিস আলীর ছেলে মমিনুল ইসলাম (১৬) এবং গফুর আলীর ছেলে সাজু (১৫)।
দিনাজপুর কোতয়ালী থানার তদন্ত ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির মধ্যে ৮নং রেলঘুন্টি যাত্রী ছাউনির উপর মোবাইলে গেম খেলার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মূর্তজা আল মুঈদ তাৎক্ষণিকভাবে নিহতের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D