সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ আগস্ট ২০২১ : একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে সভাপতি ও দি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদকে সাধারণ সম্পাদক করে এডিটরস গিল্ড বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২২ অাগস্ট ২০২১) রাতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- সিনিয়র সাংবাদিক তোয়াব খান, জাগরণ সম্পাদক আবেদ খান, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।
কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আমাদের অর্থনীতি’র প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, ডট ম্যাগাজিনের সম্পাদক মুস্তাফা খালীদ পলাশ, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নিউজবাংলা সম্পাদক স্বদেশ রায় এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
যুগ্ম সম্পাদক হয়েছেন- গাজী টিভি’র প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও দেশটিভি সম্পাদক সুকান্ত গুপ্ত অলক।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন- বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। কোষাধ্যক্ষ হয়েছেন এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- ইন্ডিপেন্ডেন্ট টিভি’র এডিটর ইন চিফ এম শামসুর রহমান, এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরিফ সাহাব উদ্দীন ও এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন।
উল্লেখ্য, সব ধরনের সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পাদকীয় প্রধানদের সংগঠন এডিটরস গিল্ড। ২০১৮ সালে গঠিত সংগঠনটিতে ২০১৯ সালের ৪ জানুয়ারি থেকে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। এরপর ২০২০ সালের মার্চে মোজাম্মেল বাবুকে সভাপতি নির্বাচিত করা হলেও করোনা পরিস্থিতির কারণে তখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। দীর্ঘদিন পর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, সাধারণ সম্পাদক ইনাম আহমেদ সহ বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D