সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১
সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৪ সেপ্টেম্বর ২০২১ : মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের ‘নতুন ব্যবসা সৃষ্টি’ পাঁচদিনব্যাপী শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২১) দুপুরে মৌলভীবাজারে ইএসডিপি সেমিনার রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে ও ইএসডিপি মৌলভীবাজার এর সমন্বয়ক নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোনায়েদ খান ও ব্যাংক এশিয়া’র জেলা ব্যবস্থাপক সৈয়দ শওকত আলী।
এসময় বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মনজুরুল হক, সবুজ ছায়া এনজিও’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম রাসেল, প্রশিক্ষণার্থী উদ্যোক্তা মীর টি সাপ্লাইয়ের সত্ত্বাধিকারী ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সবুজ ছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছালেহা বেগম ও মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য উদ্যোক্তা আলাল খান।
পাঁচদিনব্যাপী প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩০ উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, প্রশিক্ষণে নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D