রাজধানীতে পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ উদ্যোক্তা হাট শুরু

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

রাজধানীতে পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ উদ্যোক্তা হাট শুরু

ঢাকা, ০৩ অক্টোবর ২০২১: রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘বিসিক শরৎ উদ্যোক্তা হাট’।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্য বিপণনের জন্য এ হাটের আয়োজন করেছে।
রোববার দুপুরে বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে এ হাটের উদ্বোধন করেন।
বিসিকের বিপণন বিভাগ এবং পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় আয়োজিত পাঁচদিনব্যাপী ‘বিসিক শরৎ উদ্যোক্তা হাটের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার ও বিসিক’র সচিব মোঃ মফিদুল ইসলাম। বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া ‘বিসিক শরৎ উদ্যোক্তা হাটে’ ৭১টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্থান পেয়েছে।
উদ্যোক্তা হাট থেকে ক্রেতারা কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন।
আগামী ৮ অক্টোবর পর্যন্ত এ হাট চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এ হাটে কেনাকাটা উন্মুক্ত থাকবে।