কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা সেই ব্যক্তির নাম ইকবাল হোসেন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা সেই ব্যক্তির নাম ইকবাল হোসেন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা, ২০ অক্টোবর ২০২১ : কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। চিহ্নিত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

বুধবার (২০ অক্টোবর ২০২১) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।
তিনি বলেন, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। পুলিশের একাধিক সংস্থার তদন্তে তাকে চিহ্নিত করা হয়েছে। ইকবাল হোসেনের বাবার নাম নূর আহমেদ আলম। বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়।
ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।
এর আগে গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
সংঘটিত এসব ঘটনার প্রেক্ষিতে সারাদেশে গতকাল (১৯ অক্টোবর) পর্যন্ত ৭২টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া র‌্যাব ৪৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code