অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করুন: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করুন: ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ অক্টোবর ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিন জন লেখকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা ও  ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বরেণ্য ব্যক্তিবর্গ, লেখকদের নামে মামলা মুক্তবুদ্ধি, চিন্তা ও বাক স্বাধীনতার ওপর ন্যাক্কারজনক ঘটনার সামিল।
নেতৃবৃন্দ বলেন, দেশে যে মূহুর্তে উগ্র সাম্প্রদায়িক শক্তির তান্ডব চলছে, প্রশাসন দাঙ্গা ও হামলাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ, সেই মূহুর্তে এ ধরনের ঘটনা সুদূরপ্রসারী চক্রন্তের সামিল। এ ধরনের ঘটনা প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ অপশক্তিকেই উৎসাহিত করবে। তারা আরও বলেন, ৬ বছরের পুরানো কোন লেখাকে কেন্দ্র করে এই মামলা দুরভিসন্ধির সামিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীরসহ ৩ জনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রখ্যাত বুদ্ধিজীবী ও প্রগতিশীল লেখক, দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিন জন লেখকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা ও  ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।