এলিয়েন

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

এলিয়েন

|| ফারজানা ফেরদৌস ||

বুলবুলির শরীর জুড়ে আজ সকাল নেমেছে
সবুজ পাতার করতালিতে আমার ঘুম ভাঙে
আয়েসি সবুজ মখমলে গা এলিয়ে আছে শ্ব।
হরিদ্বর্ণ ঘিরে আছে চারপাশ
আমার দেহ বয়ে নিয়ে চলছে তৃণের প্রবাহ।

কানপেতে শুনি তারা মহীর দেশের অধিবাসী
একটি নামে মহাসাগর চারপাশ ঘিরে আছে।
সব নদী জড়াজড়ি করে শুয়ে আছে বুকের ওপর। ওরা যেন পরম আত্মীয় একসাথে বাঘ আর হরিণ পান করে তৃষ্ণার জল ।

পিঁপড়ের সাথে উড়ন্ত ফড়িংয়ের খেলা দেখে
ইঁদুর আর সাপ শ্বাপদসংকুল চারিপাশ।
নদীরা কথা বলে পাহাড়ের সাথে বয়ে যাবে দূর সমুদ্রে
নেই কোন ঘাতক যৌবনে চালাবে না শাবল
রাতের কোলে ঢুলে পড়ে ভোর নেই কোন কৃত্রিম আলোর অষ্টপ্রহর।

আমাকে নিয়ে আজ তাদের সভা, সবাই সবার প্রিয় আমি শুধু একা!
আড়চোখে খুঁজি সেই পুরাতন ভিটা
বলি,এখানে ছিল কাঁটাতার ঘেরা!
উত্তরে বলে ওটা এখন তোমার ঠুলির চারপাশ ঘেরা
রাজা ছিলাম কোন এক দেশের
হেসে বলে, আমরা সবাই রাজা পৃথিবী দেশের।
নিচুস্বরে এবার বলি ভালোবাসা ছিল যে হৃদয় জুড়ে?
অট্টহাসির প্রতিধ্বনি বলে মিসাইল বিঁধে আছে যে ওখানে!
নিজ হাতে গড়েছি এই সভ‍্যতা!
প্রতিউত্তর, রক্তে ঢেকে আছে সেই বর্বরতা।
নিরুপায় চেয়ে দেখি উলঙ্গ আমি দাঁড়িয়ে
মানুষ নামের বিরল প্রজাতি
প্রকৃতির গবেষণাগারে।