সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ অক্টোবর ২০২১ : শ্রীমঙ্গলে মুনিপুরী তাঁতশিল্প: ঐতিহ্যের বিকাশে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবন ২০২১) সকাল ১১টায় শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল ইন কনফারেন্স রুমে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাঁত শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং এ শিল্প বিকাশে সমস্যা সম্ভাবনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালত ড. মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও এজিএম রাকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, সিলেট ইউমেন্স চেম্বার এন্ড কমার্সের প্রেন্সিডেন্ট স্বর্ণা লতা।
অনুষ্ঠানের সমন্বয়ক মনিপুরী তাঁত প্রতিনিধি মো: রবিউল ইসলাম রাসেলের সহযোগিতায় অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জের বংশ পরম্পরায় তাঁত শিল্পে জড়িত প্রায় অর্ধশত নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মনীপুরী তাঁত সমিতির সভাপতি হিমালিনি দেবী, সমিতির সদস্য জয়া শর্মা, নিশিতা সিনহা, সুধারানী দেবী ও রত্না দেবী তাদের তাঁত শিল্পের সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D