বিভিন্ন রাজনৈতিক দলে ৩৩℅ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২১

বিভিন্ন রাজনৈতিক দলে ৩৩℅ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ নভেম্বর ২০২১ : গণপ্রতিনিধিত্ব আদেশ (অারপিও) অনুযায়ী নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩℅ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম।

নারী উন্নয়ন ফোরামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে ও প্রিপট্রাস্টের অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীনের সঞ্চালনায় অাজ সোমবার (১ নভেম্বর ২০২১) সকাল ১১টায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; নারী উন্নয়ন ফোরামের উপজেলা শাখার সহসভাপতি ও মহিলা অাওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা সরকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, কালীঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ববিতা তাঁতী, নারী উন্নয়ন ফোরামের মাধবী রায়, প্রতিমা রানী লায়েক, লক্ষ্ণী প্রিয়া রায়, হোছনা বেগম ও নিলুফা প্রমূখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Manual8 Ad Code

গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিকনির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে যেন কমপক্ষে ৩৩% আসনে নারীদের অন্তর্ভুক্ত করা হয়, এবং এই শর্ত পূরণের জন্য সংশ্লিষ্ট নতুন আইনে যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, এই দাবি সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গঁনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

Manual2 Ad Code

স্মারকলিপিতে বলা হয়, ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা প্রভৃতি পর্যায়ের কমিটিতে ২০২০ সালে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা এবং এই লক্ষ্যমাত্রা ২০২০ সালে অর্জিত হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয় নি এবং এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন, ২০২০ প্রণয়নের কাজ চলছে যেখানে কমিটিসমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় নি।

উল্লিখিত প্রেক্ষাপটে অপরাজিতা নামক একটি প্রকল্পের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৬০টি উপজেলায় নারী উন্নয়ন ফোরামসমূহের উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সংস্থা এসডিসির অর্থায়নে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন নামক একটি সংস্থার তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় দেশের মোট ৮টি বিভাগের ১৬টি জেলার ৬২টি উপজেলার ৫৪১টি ইউনিয়নে স্থানীয় পর্যায়ে নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে, যে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে চারটি সহযোগী সংস্থার মাধ্যমে, যেগুলি হল খুলনা ও বরিশাল বিভাগে রূপান্তর, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে খান ফাউন্ডেশন, সিলেট বিভাগে প্রিপ ট্রাস্ট এবং রংপুর বিভাগে ডেমোক্রেসিওয়াচ।

উক্ত পটভূমিতে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সংশ্লিষ্ট নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন শেষে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ