সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সারাদেশে সভা-সমাবেশ মানববন্ধন সফল করার অাহবান খেতমজুর ইউনিয়নের

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সারাদেশে সভা-সমাবেশ মানববন্ধন সফল করার অাহবান খেতমজুর ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ নভেম্বর ২০২১ : বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম নীলু , কার্য্যকরী সভাপতি মোস্তফা লুৎফুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ৬ নভেম্বর ২০২১ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা-সমাবেশ ও মানববন্ধন পালনের আহবান জানিয়েছেন।

দেশের বর্তমান সংখ্যালঘুদের উপর হামলা-অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়ারও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে বিভিন্ন জেলায় আক্রমণ করে ভাংচুর করা হচ্ছে। তাদের ধর্মীয় উৎসব পালনে বিভিন্ন স্থানে কিছু সংখ্যক মৌলবাদী জঙ্গী গৌষ্ঠী ও লুটেরা এইসব কর্মকান্ড ঘটিয়ে দেশের সার্বভৌমত্ব ও সংবিধান হুমকির সমুখ্খীন করেছে। এ ব্যাপাওে সরকার সকলের নিরাপত্তা ও ধর্মপালনের সমান অধিকার রক্ষায় সরকার ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
স্বাধীনতার মূলচেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সকল মানুষের সমান অধিকার ও ধর্ম পালনের সাংবিধানিক অধিকার রক্ষায় সকল মেহনতী মানুষের ভূমিকা রাখার প্রয়োজন। এছাড়াও ইতিমধ্যে জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দরকারী বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধির ঘোষণার ফলে দরিদ্র মেহনতী মানুষ পরিবার পরিজন নিয়ে তাদের জীবনধারণ ব্যাপক সংকটে পড়েছে। তাই সরকারের প্রতি দাবি জানাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য।
আগামীকাল ৬ নভেম্বর খেতমজুরসহ সকল মেহনতী মানুষকে জেলা-উপজেলায় সভা-সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচীতে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি।