অপেক্ষা

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

অপেক্ষা

Manual4 Ad Code

|ফারজানা ফেরদৌস |

পথিক হেঁটে যায়,
ক্লান্তিহীন অবসাদহীন
দোকানের নিয়মিত লেনেদন
পাতার গায়ে অস্থির কম্পন।
তবুও মনে পড়ে এসেছিলে,
আর আসা হয় না তোমার।

সময় বেড়ে যায়, সরে যায় পথ
দূরত্বের হিসাব দ্বিগুন
চারগুন বহু গুন।
পাতারা বোঁটা ছেড়ে যায়
সুর্যের তীব্র আঘাত
আর আসা হয় না তোমার।

পোড়া রোদ, ক্লান্ত পথ
এলোমেলো বাতাস
তৃষ্ণার্ত প্রকৃতি শরীরে ঘাম
জলে নাভিতে শ্বাস
বিষন্নতা আমার
আর আসা হয় না তোমার।

Manual1 Ad Code

কালো মেঘ, বজ্রপাত
আকাশভাঙ্গা বৃষ্টি
বেদনার জল, পিচ্ছিল পথ
আমার অনুরাগ
আর আসা হয় না তোমার।

Manual8 Ad Code

কুয়াশা ঘিরে আছে
পাতারা ঝরে গেছে
শুকনো ডাল, রুক্ষ চারিধার
খসে পড়া ফুল।
অপেক্ষা আমার
আর আসা হয় না তোমার।

Manual8 Ad Code

বাসর রাঙানো ফুল
রঙিন হয়েছে পথ
ঢেউ তোলা বাতাস
নবীন পাতার উৎসব
আমার অপরূপ সাজ
তুমি আসবে কি একবার?

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ