ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া প্রদানের দাবী যৌক্তিক: এ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া প্রদানের দাবী যৌক্তিক: এ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

বিপ্লব চাকমা, নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ নভেম্বর ২০২১ : সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে আন্দোলন-রত ছাত্র-ছাত্রীদের গণপরিবহনে হাফ ভাড়া প্রদানের দাবী যুক্তিসংগত ও তা কার্যকর করার বিষয়ে অবিলম্বে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

বিবৃতিতে আরো বলা হয়, জটিল পরিস্থিতিতে মানুষের জীবন যাপন এখন খুবই নাজুক অবস্থা চলছে সে সময়ে জ্বালানীর দাম বৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করার ঘটনা খুবই দুঃখজনক। এর মধ্যে সাধারণ ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া আদায়ের যে দাবী তুলেছে তা ন্যয্যতা ইতিহাসে বিরাজমান। অন্যদিকে হাফ ভাড়া প্রদানকে ঘিরে একজন ছাত্রীকে হুমকী প্রদানের ঘটনা খুবই বেদনাদায়ক। আমরা অনতিবিলম্বে ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নেবার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে যারা ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ করার সাহস দেখাচ্ছে তাদের কঠোর হস্তে দমনের দাবি জানাচ্ছি।

রেল-বাসসহ সকল গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া প্রদানের দাবী যুক্তিসংগত ও তা কার্যকর করার বিষয়ে অবিলম্বে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ