ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

হবিগঞ্জ, ২৯ নভেম্বর ২০২১ : জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর ২০২১) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি দেওয়ান মিয়া।