আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঢাকায় আলোচনাসভা ও মানববন্ধন

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঢাকায় আলোচনাসভা ও মানববন্ধন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ নভেম্বর ২০২১ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে আদাবর ওয়ার্ড কমিশনার কার্যালয়ে আলোচনা সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) টিক্কাপাড়া, বায়তুস সালাহ মার্কেট কমপ্লেক্সে অবস্থিত ২৯,৩০ ও ৩২ নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে একটি আলোচনা সভা এবং কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফ্যাম ইন বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে সুনীতি প্রকল্পের পার্টনার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও গণসাক্ষরতা অভিযান।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তব্য দেন উক্ত ওয়ার্ডত্রয়ের কাউন্সিলর শাহীন আক্তার সাথী।
তিনি আলোচনা সভায় উপস্থিত গৃহশ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যার অধিকার তাকেই আদায় করে নিতে হবে প্রত্যেক গৃহকর্মীকে তাদের অধিকার সম্পর্কে জানতে এবং তা আদায়ে তাকে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন ‘যখনি যে স্থানে হয়রানির ঘটনা ঘটবে সেই মুহুর্তে সরাসরি আমাকে ফোন করে জানাবেন, আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো’। গৃহশ্রমিককে নীরবে নির্যাতন সহ্য না করে তার অভিযোগটি সংশ্লিষ্ট কাউকে জানিয়ে প্রতিরোধমুলক ব্যবস্থা প্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় সুনীতি প্রকল্পের অ্যাপেক্স বডির প্রতিনিধি ও বিলস নির্বাহী পরিষদ সদস্য আবদুল ওয়াহেদ বলেন, ‘সমাজের জনপ্রতিনিধিগণ আপনার আমার কল্যাণে কাজ করেন, তাদের কাছে আপানাদের যেকোন নির্যাতন বা হয়রানির অভিযোগ নিঃসঙ্কোচে উত্থাপণ করতে হবে’।
গৃহশ্রমিকদের নির্যাতন প্রতিরোধে প্রয়োজন সরকার ঘোষিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যান নীতি, ২০১৫ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গৃহশ্রমিকদের জন্য আইন প্রনয়নে জোরালো দাবী জানান তিনি।
গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রেহানা বেগম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন হলে গৃহশ্রমিকদের উপর হয়রানি কমবে । গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সংগঠক হুমায়রা বেগম বলেন, ‘আজকের এই আলোচনা সভার মাধ্যমে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মহোদয়ের সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হলো তাতে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি এবং ভবিষ্যতে যেকোন নির্যাতন বা হয়রানির ঘটনায় উনাকে আমরা সাথে পাবো বলে আশা করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিলসের উপপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউসুফ আল-মামুন।
আলোচনা সভা সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ এনামুল হক খান তাপস।

Manual6 Ad Code

আলোচনা শেষে কাউন্সিলরের নেতৃত্বে গৃহকমীদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিলস সুনীতি প্রকল্পের সিনিয়র অ্যাডভোকেসি অফিসার চৌধুরী বোরহান উদ্দিন, মনিটরিং অফিসার কামরুজ্জামান ফাহিম, প্রকল্প সহকারী খালেদ ভূঁইয়া ও গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার মোকছেদুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code