দেশের সম্পদ পাচারকারী দূর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

দেশের সম্পদ পাচারকারী দূর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

বিপ্লব চাকমা, নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ ডিসেম্বর ২০২১ : সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে মাননীয় হাইকোর্টের নির্দেশে বিলম্বে হলেও ইতোমধ্যে কতিপয় অর্থ পাচারকারীর নামের তালিকা জনসমক্ষে আসাতে দেশবাসীর সাথে স্বস্তি প্রকাশ করেন।

বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি দেশে দুর্নীতিবাজরা অবৈধভাবে সম্পদ উপার্জন করে দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজিদের ভোগ বিলাশী জীবন যাপনে নিয়োজিত রয়েছেন। আমরা মনেকরি জনগণের সম্পদ পাচারকারী এই সকল মাফিয়া চক্রের সকলের নামের তালিকা দ্রুত প্রকাশ করা হোক। একইসাথে পাচারকৃত সকল অর্থ দেশে ফেরত এনে জাতীয় উন্নয়নের কাজে নিয়োজিত করা হোক। পাশাপাশি দুর্নীতির মূল উৎপাটনের সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হোক।