সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
কাজী রোকসানা রুমা | ঢাকা, ১১ ডিসেম্বর ২০২১ : আমি ইমোশনাল কিন্তু বাস্তবতায় থাকতে ভালোবাসি। বলা ভালো আমার নানা রকমের ইমোশনকে অধিকাংশ সময় দমিয়ে রাখে বাস্তবতার সাথে আমার প্রেম। তবু আমি ভীষন জীবনমুখী। জীবনের জয়গান আমার বেসুরো কণ্ঠে, মগজে। খুব ছোট ছোট সুখ, আনন্দ আমার বেঁচে থাকার অনুষঙ্গ। সেই অনুষঙ্গগুলোকে দারুণভাবে উপলব্ধি করাতে শিখিয়েছে ‘বিস্ময়কর সবকিছু’ নাটকটি। নাটকটি যারা দেখেছেন তারা জানেন, নাটকের মেয়েটি ( Mohsina Akhter) মাকে বেঁচে থাকার অণুপ্রেরণা জোগাতে কতকিছুর এক লম্বা তালিকা প্রস্তুত করেছে। সে তালিকা ধরিয়ে দিয়েছে দর্শকের হাতে। মেয়েটি এবং দর্শক মিলে যখন বেঁচে থাকার সেসব বাক্য উচ্চারণ করে সে এক অদ্ভুত অনুভুতির জন্ম দেয়। বরিশালের লঞ্চের ইলিশ মাছও বাদ যায়না সে তালিকা থেকে।
তো, এই নাটক দেখে আমি প্রায় ২২ দিনের শুটিংয়ে বের হই ঢাকা ছেড়ে। আমি হাঁটি, চলি, কথা বলি আর কেবল দেখি চারপাশে ‘বিস্ময়কর সবকিছু’। বেড়াল ভালোবাসি আমি, কিন্তু একটি ছোট্ট বেড়ালের চোখের দিকে তাকিয়েও যে আনন্দে বাঁচা যায়, ত্বত্ত্বগতভাবে সে উপলব্ধি আমার হতে শুরু করেছে এই নাটক দেখে। সংসার বলতে সকলে যা বোঝে তা আমার নেই। আমি বাউণ্ডুলে নই, কিন্তু একরকমের বন্ধনহীন। তো আমার মত এই ‘একা’ মানুষের সুখে থাকা, আনন্দে থাকা নিয়ে নানা মানুষের নানা রকমের ভ্রু কোঁচকানো থাকে হয়ত, তাদের চোখেমুখে বিস্ময় জাগে হয়ত- একা একা সুখ হয় নাকি! তো তাদেরকে বলি এবং যারা সকল কিছুর মধ্যে থেকেও একা হয়ে যান, বা মাঝে মাঝে বিপন্ন বোধ করেন বা করেনই না, সকলের জন্য বিস্ময়কর সবকিছু নাটকটি এক দারুণ খোরাক হতে পারে আনন্দে থাকার, জীবনকে ভিন্নভাবে দেখার। বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয়না। একটি শ্যাওলা জমা টলটলে পুকুরের জন্যও বেঁচে থাকতে ইচ্ছে করে। জলের নীচে যে অচেনা জগৎ, তা আবিস্কারের জন্যও দারুণভাবে বেঁচে থাকতে ইচ্ছে জাগে।
যখন জামিল স্যারের স্টুডেন্ট ছিলাম, তখন স্যার জীবনকে দেখতে শিখিয়েছেন নানা দিক থেকে। একজন মেয়ে নয়, মানুষের জীবন কাটাতে বলতেন। রান্নাঘরের জানালা দিয়ে নয়, বাইরে এসে আকাশ দেখতে বলতেন। সমাজে বা রাস্ট্রে নারী-পুরুষের ভুমিকা বদল হলে কেমন হয়, তা বুঝতে শেখাতেন। প্রায় ২২/২৩ বছর পরে স্যার আবার বুঝালেন তার স্টুডেন্টকে- কত ছোট ছোট কিছুর জন্য বেঁচে থাকা যায়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D