সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ ডিসেম্বর ২০২১ : বাংলাদেশের ৫০ বর্ষপূতি উপলক্ষে ব্লাস্ট, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং সেইলস্-এর যৌথ আয়োজনে তুলনামূলক সাংবিধানিকতা, মানবাধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০-১১ ডিসেম্বর ২০২১ দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজিত হয় এবং যা অনলাইন প্লাটফরম জুম, ইউটিউব ও ফেসবুকে প্রচারিত হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট); আইন ও মানবাধিকার বিভাগ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ইউনেস্কো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ এডভান্সড লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস স্টাডিজ (ইউএমএসএআইএলএস) যৌথভাবে বাংলাদেশের ৫০ বর্ষপূর্তি উদযাপনের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করে।
এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল তরুণ গবেষক, শিক্ষাবিদ এবং আইন, ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবাধিকার ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের পিএইচডি শিক্ষার্থীদের নতুন ও অপ্রকাশিত গবেষণাসমূহ উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম তৈরী করা যেখানে তরুণ গবেষকগণ ঐতিহাসিক ও উদীয়মান বিষয়াদির ওপর এবং বাংলাদেশে আইন, অধিকার ও ন্যায়বিচার সংশ্লিষ্ট উদ্ভাবনের ওপর আলোকপাত করবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষাবিদ, সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি কাজ করছেন এমন ব্যক্তিবর্গ ও অধিকার কর্মীদের একত্রিত করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনটি ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্রমবিকাশ: প্রাতিষ্ঠানিক প্রেক্ষিত। দ্বিতীয় অধিবেশনটি গুরুত্বারোপ করে নারী অধিকার ও আইনগত উপলব্ধির ওপর।
তৃতীয় অধিবেশনটি সাংবিধানিক অধিকার ও প্রতিকার এর ওপর আলোকপাত করে।
সম্মেলনে আলোচকগণের মধ্যে ছিলেন কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মনন আহমেদ, ইউনিভার্সিটি অফ শিকাগো’র অধ্যাপক আজিজ হক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. সিনথিয়া ফরিদ, নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক দিনা সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ হুদা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফস্টিনা পেরেরা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।
অধিবেশনগুলোর সঞ্চালনায় ছিলেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট
সারা হোসেন, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
সম্মেলনে গায়ন্তী রানাতুঙ্গা, জয়া যাদব, পিটার রিড, সালওয়া হক, সাদিকা হক মনিয়া এবং তাকবির হুদা সহ বাংলাদেশ এবং বিদেশের শিক্ষাবিদ এবং তরুণ গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
এই সম্মেলনটি সকল শিক্ষাবিদ ও তরুণ গবেষকদের অপ্রকাশিত গবেষণা উপস্থাপনের একটি যথাযথ প্ল্যাটফর্ম প্রদান করে এবং সেই সাথে আইন শিক্ষা অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তির স্মরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D