কৃষ্ণচূড়া সাহিত্যপত্র প্রতিদিন ঘুমানোর আগে একটু করে পড়ছি

প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

কৃষ্ণচূড়া সাহিত্যপত্র প্রতিদিন ঘুমানোর আগে একটু করে পড়ছি

Manual5 Ad Code

| আমিনা তাবাসসুম | লন্ডন (যুক্তরাজ্য), ২২ ডিসেম্বর ২০২১ : কৃষ্ণচূড়া সাহিত্যপত্র ২০২১ (বর্ষ ২) বিলেত থেকে প্রকাশিত একমাত্র বাঙ্গালী পত্রিকা যা ব্রিটিশ লাইব্রেরীতে সংগৃহীত। পত্রিকাটি বাংলা এবং ইংরেজি – দুই ভাষার লেখায়ই সমৃদ্ধ। মৌলিক গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, পল্লীজীবন, লোকসাহিত্য, অভিবাসী বাঙ্গালীর গল্প, উপনিবেশ ও বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের কথা এবং চিত্রকলা – সবমিলিয়ে সব ধরণের পাঠকের খোরাক জোগানোর লেখা এখানে আছে। চার মহাদেশের লেখকদের লেখা যুক্ত আছে এই বইটিতে। সাথে আমার লেখা একটা গল্পও আছে।

Manual6 Ad Code

প্রতিদিন ঘুমানোর আগে একটু করে বইটা পড়ছি। দারুণ লাগছে। প্রত্যেকটা লেখা বা চিত্রকলা আমার কাছে ভীষণ রুচিশীল, তথ্যসমৃদ্ধ এবং ভিন্নধর্মী মনে হচ্ছে।

বইটির কম্পোজিং ঢাকায়, মুদ্রণ বিলেতে এবং প্রকাশক কৃষ্ণচূড়া।

Manual3 Ad Code

বইটি সংগ্রহ করতে চাইলে নিচে বিস্তারিত দিয়ে দিলাম। অথবা যুক্তরাজ্যের বন্ধুরা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন।

Manual7 Ad Code

452 pages offset white paper
Price £10 + postage
(please see further for price in your currency)
Contact for your copy:
krishnochura.uk@gmail.com or
masih.alam@gmail.com

Manual2 Ad Code

PC: Osama S M Khan

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code