সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১
নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর ২০২১ : ‘স্বাধীনতা অর্জনে নারায়ণগঞ্জবাসী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী ও বীরমুুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন আহম্মেদের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলার আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথি আব্দুল হাই বলেন, মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের ভূমিকা এখনো যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীনতার পরবর্তী ইতিহাস মুক্তিযোদ্ধাদের যেমন লিখে রেখে যাওয়া প্রয়োজন, তেমনি এসব তুলে আনতে তরুণদেরও উদ্যোগী হতে হবে।
বিশেষ অতিথি খন্দকার শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের চর্চা না থাকলে পরবর্তি প্রজন্ম সঠিক ইতিহাস থেকে দূরে চলে যাবে। মুক্তিযোদ্ধারা যদি তাদের স্মৃতি বিভিন্নভাবে প্রকাশ করে তাহলেই প্রজন্ম সেগুলা ধারণ করতে পারবে।
রফিকুল ইসলাম জীবন বলেন, দীর্ঘদিন পরে হলেও আমাদের এলাকায় যে বর্বর অত্যাচার হয়েছিলো, নিহতদের নাম বইটির মাধ্যমে প্রকাশিত হয়েছে তাই লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
শরীফ উদ্দিন সবুজ বলেন, নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধ, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা নিয়ে আরো গবেষণা প্রয়োজন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D