শ্রীমঙ্গলের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

শ্রীমঙ্গলের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ জানুয়ারি ২০২২ : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সকল বিদ্রোহী প্রার্থীকে দলীয় স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামীলীগের মৌলভীবাজার জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য প্রেরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরিত শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপপ্তি অর্ধেন্ধু কুমার দেব বেভুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র স্বাক্ষরিত পত্রে যাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে, তারা হলেন, ১. মনু মিয়া (মির্জাপুর), ২. মোঃ মিছলু আহমদ চৌধুরী (মির্জাপুর), ৩. জসীম উদ্দিন (সিন্দুর খান), ৪. মজিবুর রহমান মজুল (কালাপুর), ৫. মোঃ ফজলুর রহমান (কালাপুর), ৬. মোঃ আরজু মিয়া (আশীদ্রোন), ৭. মোঃ সামছুল আলম (আশীদ্রোন), ৮. বিজয় হাজরা (কালীঘাট), ৯. শান্ত তাতি (কালীঘাট) ও ১০. মিলন শীল (সাতগাঁও)।

এ সংক্রান্ত আরও সংবাদ