সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ জানুয়ারি ২০২২ : আপনি কি লেখক হতে চান? কিংবা আপনার লেখার মানোন্নয়ন করতে চান? তাহলে বই দুটো আপনার জন্যেই।
লেখালেখির ১০১টি অনুশীলন:
লেখালেখির ১০১টি অনুশীলন বইটি আপনাকে নিয়ে যাবে সাহিত্যের এক দুঃসাহসিক অভিযানে। ফিকশন, কবিতা, সৃজনশীল ও নন-ফিকশনের নানান অনুশীলনের মাধ্যমে আপনি পরিচিত হবেন লেখালেখির বিভিন্ন শাখা ও জনরার সাথে। আবিষ্কার করবেন লেখালেখির বিভিন্ন নিয়ম, উপাদান ও পদ্ধতি।
লেখা ভালো করার ১০টি উপায়:
অত্যন্ত সাধারণ, তবে কার্যকরী কিছু অভ্যাস আয়ত্ত করার মাধ্যমে আপনি আপনার লেখাকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবেন, লেখালেখির শিল্পকে পরিণত করতে পারবেন দক্ষতায়।
বইটিতে প্রদত্ত ১০টি উপায়ের সবকটি আপনার লেখালেখির দক্ষতা বাড়াবে এবং নৈপুণ্যতাকে আরও পরিপূর্ণ করে তুলবে। বইটিতে বেশকিছু অনুপ্রেরণামূলক উক্তির পাশাপাশি ভাবনা ও আলোচনার জন্য প্রয়োজনীয় প্রশ্ন ও কার্যাবলী দেওয়া আছে।
“রাইটিং ফরওয়ার্ড প্যাকেজ”
>by মেলিসা ডোনোভান, জহিরুল হক অপি (অনুবাদক)
>TK. 513
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D