মৃত্যুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেননের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

মৃত্যুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেননের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জানুয়ারী ২০২২: মৃত্যুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেননের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।

Manual2 Ad Code

১৯৯২ সালের ১৭ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে লন্ডন ও থাইল্যান্ডে ৪ মাস ৯ দিন চিকিৎসা শেষে ১৯৯৩ সালের আজকের এই দিনে অর্থাৎ ৯ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং তৎকালীন সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী জননেতা রাশেদ খান মেনন তাঁর প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন। জনগণের মেনন ফিরে আসেন জনগণের মাঝে। বিমান থেকে নেমে সরাসরি জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল গণসংবর্ধনায় যোগ দেন এবং মেহনতি মানুষের অতলস্পর্শী ভালোবাসায় সংবর্ধিত হোন। রাশেদ খান মেনন বাংলাদেশের বাম প্রগতিশীল রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর রাজনীতি গ্রামবাংলার কোটি কোটি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির রাজনীতি – শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ার রাজনীতি। ১৯৬২ সনে স্বৈরশাসক আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তাঁর সক্রিয় রাজনীতিতে যোগদান। তারপর নিরন্তর দুর্গম কণ্টকাকীর্ণ পথ চলা। যে পথ চলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি কোনো শক্তি। মেনন মৃত্যুকে কখনো ভয় করেননি আজও করেন না। জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদবিরোধী লড়াই-সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করে ২১ দফার ভিত্তিতে সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের একনায়কত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন এই অবিসংবাদিত নেতা। আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মৃত্যুঞ্জয়ী জননেতা রাশেদ খান মেনন তোমার প্রতি অভিবাদন এবং রেড স্যালুট।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code