সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ জানুয়ারি ২০২২ : “বাস ভাড়া বৃদ্ধি করা চলবে না, গণপরিবহন-সহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা কঠোরভাবে পালনের নিশ্চয়তা বিধান করুন।”
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ অদ্য মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) গণমাধ্যমে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনার নতুন ভ্যারিয়েষ্ট অমিক্রনের প্রভাব বৃদ্ধি ও করোনায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে প্রজ্ঞাপন জারি ও কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে, এতে গণপরিবহন, স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাটসহ সকল কার্যক্রম চালু রেখে অধিকতর সতর্কতার কথা বলা হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার যে নির্দেশনার কথা বলা হয়েছে তাতে আমরা মনেকরি সবকিছু খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের ঘোষণা পরিবহনের ক্ষেত্রে নতুন জটিলতার সৃষ্টি করবে। এতে করে জনজীবনে নতুন সংকট তৈরি করবে। এছাড়াও বিগত সময়গুলোতে অর্ধেক যাত্রী বহন করার কথা বলা হলেও তা কোথাও পালন করা হয়নি। বরং যাত্রীদের উপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে শোনা যাচ্ছে সরকারী নির্দেশনা ঘোষণার সাথে সাথে পরিবহন মালিকরা বাস ভাড়া বৃদ্ধির পায়তারা শুরু করেছেন। আমরা মনে করি করোনা জটিলতায়য় এমনিতে মানুষের জীবন জীবীকার অনিশ্চয়তা ও কর্মহারা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া সম্প্রতি বাস ভাড়াও একবার বৃদ্ধি করা হয়েছে। আমরা মনে করি পরিবহন ক্ষেত্রে যতো সিট ততো যাত্রী বহন নিশ্চিত করতে হবে। একই সাথে স্বাস্থ্য বিধি, মাস্ক পরাসহ সকল বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।
কোন অবস্থায়ই নতুন করে পরিবহন ভাড়া বৃদ্ধি করে মানুষের জীবনে আরো একটি ভোগান্তি চাপিয়ে দেয়া যাবে না।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D