হাইল হাওরে কীটনাশক ছিটিয়ে বীজতলা নষ্ট করায় শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

হাইল হাওরে কীটনাশক ছিটিয়ে বীজতলা নষ্ট করায় শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ জানুয়ারি ২০২২ : হাইল হাওরে কীটনাষক ঔষুধ ছিটিয়ে কৃষি জমির বীজতলা পুড়িয়ে নষ্ট করায় শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ জানুয়ারি ২০২২) দুপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, এটা নির্বাচন পরবর্তী ঘটনা। ২০১৬ সালের নির্বাচনেও পরাজিত প্রার্থীরা হিন্দুদের উপর হামলা করেছিল। ২০২২ সালের নির্বাচনের পরও এমন ন্যাক্কারজনক ঘটনা যারাই ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে যদি দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনের আওতায় না আনা হয়; তাহলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী প্রদান করা হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার দেব ও সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব সমীরণ সরকার, সংগঠনের শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস, শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক ছোটন চৌধুরী, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি শ্রীপদ দেব, সম্পাদক সুদীপ দাশ রিংকু, ঝলক দেবরায়, বিভুতি ভূষন রায় বিভু, প্রদীপ রায় মনা, মুকুল বিকাশ দেবরায় ও জয়শ্রী চৌধুরী শিখা প্রমুখ।

হাইল হাওরে কৃষি জমির নষ্ট করা বীজতলা