একটা লোকাল প্রোডাক্ট থেকে শুরু করে ডেলিভারি দেয়া পর্যন্ত অনেক কষ্ট করেন একজন উদ্যোক্তা কিন্তু

প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

একটা লোকাল প্রোডাক্ট থেকে শুরু করে ডেলিভারি দেয়া পর্যন্ত অনেক কষ্ট করেন একজন উদ্যোক্তা কিন্তু

আফসানা ভূঁইয়া নিপা | ঢাকা, ১৮ জানুয়ারি ২০২২ : নিজের দেশের সম্পদ রক্ষা করুন, নিজের দেশের সম্পদকে যারা ভিন্নরূপ দেবার চেষ্টা করছে, তাদের নিয়ে আর যাই হোক খোচাখুচি আমরা করবো না।২০২০-এর শুরুর দিকে গোটা বিশ্ব দেখেছে, দেশের সম্পদ কতোটা জরুরী। আর নিজের দেশের যা আছে তাই দিয়ে চাহিদা মোকাবেলা করতে হবে সবাইকে।

সেখানে যে বা যারা ভিন্ন মাত্রায় নিজের দেশের পণ্যকে ভিন্নভাবে কাজ করছে এবং তাদের কাজ সমাজে প্রশংসা পাচ্ছে তাদেরকে আমরা যদি সম্মান না দিতে পারি কিন্ত তাদের নিয়ে নানা রকমের নেগেটিভ কথা না বলি।

একটা লোকাল প্রোডাক্ট নিয়ে আসা থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি দেয়া পর্যন্ত অনেক কষ্ট করেন একজন উদ্যোক্তা। হয়তো আমরা ছবিতে দেখতে পাই চকচকে একটা ছবি কিন্ত এর বাইরেও অনেক কাজ আছে।

নিজেদের দেশ এবং নিজেদের দেশের মানুষ এবং নিজেদের উদ্যোক্তা নিয়ে গর্ব আমরা নাই করতে পারি কিন্ত সমাজে তাদের নিয়ে বা তাদের প্রোডাক্ট নিয়ে আলোচনা না করি।

সবাই অসাধু ব্যবসায়ী নয় এবং আমরা আমাদের সামনে অনেক উদ্যোক্তাদের দেখতে পাই যাদের কাজ আসলেই সুন্দর আর এই সুন্দর কাজগুলো এমনি তুলে আনা সম্ভব নয়।

ভুল বললে আমি দুঃখিত। কিন্ত নিজের দেশের সবাইকে আমাদের সম্মান করা উচিত, ভালোবাসা উচিত।

ধন্যবাদ
আমি Afsana Bhuyan Nipa
ওনার অফ afsananipa.