বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহ্ উদ্দিনের ইন্তেকাল

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহ্ উদ্দিনের ইন্তেকাল

Manual4 Ad Code

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২২: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না —- রাজিউন)৤ তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৤ তিনি স্ত্রী, ১ ছেলে ও  ৩ মেয়ে রেখে গেছেন৤

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৪ টায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিনের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের  সদস্যবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ইসলামিক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে।
শোক বার্তায় তারা মরহুমের বিদহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২০০৯ সালে খতিব হিসেব যোগদান করেন৤ খতিব হিসেবে তিনি অত্যন্ত  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual6 Ad Code

রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

Manual2 Ad Code

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী শোকবার্তায় প্রয়াত মুহাম্মদ সালাহউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ওয়ার্কার্স পার্টির শোক

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ