ওয়ার্কার্স পার্টিসহ নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সার্চ কমিটির চিঠি

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

ওয়ার্কার্স পার্টিসহ নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সার্চ কমিটির চিঠি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২২ : নির্বাচন কমিশন গঠনে পছন্দের নাম চেয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সরকার।বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২২) দুপুরে এসব চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অফিসের ঠিকানায় ও ই-মেইলে পাঠিয়েছে সার্চ কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী মন্ত্রিপরিষদ বিভাগ।

সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী দেশের সুশীল সমাজ, সাংবাদিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের ব্যক্তিদের কাছেও বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। কয়েকজনের কাছে চিঠি পাঠানো হলেও পুরো কাজ শেষ হতে কিছু সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Manual2 Ad Code

কারা পাচ্ছেন এই চিঠি—জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম জানিয়েছেন, তারা সবাই আপনাদের পরিচিত। বিশেষ করে নির্বাচন বিষয়ে যারা কাজকর্ম করেন, অতীতে করেছেন, এ নিয়ে কথাবার্তা বলেন, সুপারিশ, পরামর্শ দেন—মূলত তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ৬০ জনের কাছে চিঠি পাঠানো সময়সাপেক্ষ। তাই আরও কিছুটা সময় প্রয়োজন হবে।

Manual6 Ad Code

সূত্র জানায়, ইতোমধ্যে কয়েকজনের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ রয়েছেন।

Manual3 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোরুল ইসলাম জানিয়েছেন, আগামী শনি ও রবিবার দুই দিনে অনুসন্ধান (সার্চ) কমিটি এদের সঙ্গে তিনটি পৃথক বৈঠক করবেন।

Manual1 Ad Code

মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠক শেষ হয় রাত ৮টায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অন্যদের কাছেও নামের প্রস্তাব চাওয়া হবে। তারাও সুপারিশ-পরামর্শ দিতে পারবেন। সুশীল সমাজ, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিদের সঙ্গে আগামী শনি ও রবিবার দুই দিনে তিনটি বৈঠক করবে সার্চ কমিটি। তাদের কাছেও চিঠি পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি মিটিং হবে। পরদিন রবিবার বিকাল ৪টায় আবার মিটিং হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ