৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

মাগুরা, ১৫ ফেব্রুয়ারি ২০২২ : সারাদেশে বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের অংশ হিসেবে মাগুরায় এক বীরাঙ্গনাসহ ৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ২০২২) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ৩ নারী মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।
সম্মাননা পাওয়া এ ৩ নারী মুক্তিযোদ্ধারা হচ্ছেন: বীরাঙ্গনা লাইলী বেগম, মোছা: মাজেদা বেগম ও সালেহা নাহার।
মাজেদা বেগমের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার ছেলে এ্যাডভোকেট শফিকুর রহমান ও সালেহা নাহরের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার মেয়ে শারমীনা রেজা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ।