সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২২ : যথাযথ ভাবগাম্ভির্যের সাথে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্লাবও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়।
জাতীয় পতাকা অর্ধনমিত করার পর বিশ্ববিদ্যালয় পরিবাবারের সদস্যরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
ইংরেজি বিভাগের শিক্ষক ড. জমির হোসেন “বহুমাত্রিক ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগ” শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন।
সকলকে স্বাগত জানিয়ে এনডিইউবি উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক গ্যাফনি সিএসসি বলেন, “ভাষা এমন একটি মহান মানবিক ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর নেই। ভাষা মানুষের মস্তিষ্কের বিকাশের সাথে একসাথে বিবর্তিত হয়েছে। মানুষের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে সৃজনশীল চিন্তা করার যা মস্তিষ্ক থাকা সত্ত্বেও প্রাণিকুলের অন্য কারও নেই।
ফাদার প্যাট্রিক আরও বলেন যে, মাতৃভাষা দিবস হিসাবে বাংলা ভাষা সম্পর্কিত একটি দিন আমরা উদযাপন করি। তার বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার পেছনের কারিগরেরা সম্মানের দাবিদার। আর আজকে মাতৃভাষা দিবসে অবশ্যই বাঙালির শিকড়ের জ্ঞান, ঐতিহ্য এবং যারা এটিকে রক্ষা করেছেন, যারা এটি চাষ করেছেন তাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়। আমরা সবাই আজ এখানে শহিদ সহ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও সিএসসি সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D