সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ এপ্রিল ২০২২ : শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) সকাল সাড়ে ৯টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেছেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এই পাকা রাস্তার কাজ শুরু করেছে। চা বাগানের ভিতর দিয়ে ভুরভুরিয়া-কলাপুর রাস্তাটি নির্মাণ করে দেওয়ার দীর্ঘদিনের দাবি ছিল এই অঞ্চলের চা শ্রমিকদের।
তারা আরও বলেন, রাস্তাটি নির্মাণ করা হলে ১০ থেকে ১২টি চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। রাস্তাটি নির্মাণ হলে চা শ্রমিক সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধা হবে। তারা খুব সহজে ডেলিভারি রোগী সহ সব ধরনের রোগী নিয়ে দ্রুত মেডিকেলে যেতে পারবে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে রাস্তার ভাঙ্গাচুরা অবস্থা। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। এ অবস্থায় ডেলিভারি রোগী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অনেক সময় রাস্তার মধ্যে বাচ্চা প্রসব হয়। এতে অধিকাংশ রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে।
তারা অভিযোগ করে বলেন, চা শ্রমিকদের উন্নয়ন দেখলে কোম্পানিরা বিভিন্নভাবে বাধা প্রয়োগ করে। তারই উদাহরণ হচ্ছে কোম্পানি কর্তৃক রাস্তার কাজে বাধা প্রদান।
বিক্ষোভ সমাবেশে চা শ্রমিকরা রাস্তার কাজ দ্রুত সম্পাদন করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।
এর আগে সোমবার সকালে বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রবেশ মূখে সে রাস্তাটি নির্মাণ না করার দাবীতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা।
তারা জানায়, চা বাগানের সেকশন দিয়ে রাস্তা নির্মাণ করলে বাগানবাসীদের চলাচলে তাদের নিজেস্ব স্বাধীনতা থাকরে না। তাছাড়া এ সড়ক দিয়ে গণহারে যানবাহন চলাচল করলে সড়কে চা শ্রমিকরা দূর্ঘটনায় পড়তে পারে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ এপ্রিল) বিটিআরআই চৌমুহনায় ৪ কোটি টাকা ব্যয়ে ৮.১ ৯০ কিলোমিটার রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি