বাজেটে পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা খাতে অর্থ বরাদ্দের দাবী পরিবহন শ্রমিক ফেডারেশনের

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুন ২, ২০২২

বাজেটে পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা খাতে অর্থ বরাদ্দের দাবী পরিবহন শ্রমিক ফেডারেশনের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ জুন ২০২২ : বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অাবুল হোসাইন ও সাধারণ সম্পাদক মো: গোলাম ফারুক এক যৌথ বিবৃতিতে অাসন্ন জাতীয় বাজেটে পরিবহন শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা, রেশনিং, চিকিৎসা, বাসস্থান, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচীতে অর্থ বরাদ্দের দাবী জানিয়ে বলেন, বিগত ২ বছরে মহামারী করোনায় দীর্ঘদিন গাড়ী চলাচল বন্ধ থাকায় পরিবহন শ্রমিকগণ অার্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ধারদেনা করে চলছে। বিগত ২ বছর যে পরিমাণ ধারদেনা করছে তা এখনও পরিশোধ করতে পারে নাই। তাই পরিবহন শ্রমিকদের জন্য এই ঋণের বোঝা হতে মুক্ত করার লক্ষ্যে অাসন্ন জাতীয় বাজেটে অালাদাভাবে স্বাস্থ্য সুরক্ষা, রেশনিং, চিকিৎসা, বাসস্থান, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচীতে অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট জোর দাবী জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনৈতিক চাকা গতিশীল রেখেছে। অর্থনীতিতে সেবাদানকারী এই শ্রম শক্তির অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার জন্য পরিবহন শ্রমিক সুরক্ষা তহবিল গঠন করার জোর দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ