অাগামী ২ জুলাই ছয় সপ্তাহব্যাপী গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

অাগামী ২ জুলাই ছয় সপ্তাহব্যাপী গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ জুন ২০২২ : গবেষণায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আগামী ১৮ই জুন ২০২২ পর্যন্ত রেজিষ্ট্রেশন এবং ওপেনিং সেরেমনির সম্ভাব্য তারিখ ০২ জুলাই ২০২২ এরপর থেকে ছয় সপ্তাহব্যাপী গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।
গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ “Research 101 Program”. “Foundation on Research Course: Season 07.”

প্রোগ্রামটির আয়োজক Youth Society for Research And Action (YSRA), বাংলাদেশের প্রথম অলাভজনক সরকার নিবন্ধিত গবেষণা প্রতিষ্ঠান যারা দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গবেষনা ও উচ্চশিক্ষার উপরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

প্রোগামটিতে গবেষণার বিষয় , উদাহরণ, লিটারেচার রিভিউ, তথ্য সংগ্রহ পদ্ধতি, মেথডোলজি, গবেষণার নৈতিকতা, গবেষণা প্রবন্ধ লিখা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।
এছাড়াও Mendeley-তে রেফারেন্সিং, QuillBot এ প্যারাফ্রেইজিং, Turnitin এ প্লেজিয়ারিজম, KuBo Toolbox এ প্রশ্নপত্র তৈরি, NVivo-তে ডাটা এনালাইসিস এর বেসিক ধারণা দেয়া হবে।

উক্ত কোর্সে রিসোর্স পারসন্স হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে নামকরা শিক্ষক ও গবেষকবৃন্দ।

•রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/n5SALL84u1mgwvSa7
•ইভেন্ট লিংকঃ https://fb.me/e/36J7j56mA

☞ প্রোগ্রামটির বিশেষ বৈশিষ্ট্য:
১। কোর্স শেষে একটি ভালো মানের গবেষণা প্রস্তাবনা তৈরী করার মতো দক্ষতা অর্জন করবে।
২। প্রতি সপ্তাহে থাকছে প্র্যাকটিস সেশন, যেখানে মেন্টরদের থেকে পূর্বের ক্লাসের যেকোন সমস্যা সমাধান করে নেয়ার সুযোগ থাকবে।
৩। কোর্স শেষ করার পর এসেসমেন্টের মাধ্যমে যোগ্য ছাত্র-ছাত্রীদের বাছাই করা হবে এবং তাদের গবেষণা প্রস্তাবণায় ফান্ডিং পাওয়ার জন্য সহযোগিতা করা হবে।
৪। এসেসমেন্টে যারা ভালো করবে তাদের ইনটার্নশীপের (পেইড) সুযোগ দেয়া হবে।
৫। কোর্সের কোন শিক্ষার্থী যদি রিসার্চ পেপার প্রকাশ করতে চায় আমরা এই ব্যাপারে সহযোগিতা করবো।
৬। কোর্স শেষ করার পর একটি সার্টিফিকেট দেয়া হবে যা আপনি বিদেশে উচ্চ শিক্ষা, দেশে চাকরি কিংবা আপনার ক্যারিয়ারের যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

☞ গুরুত্বপূর্ণ সময়সূচিঃ
•সময়কালঃ ০৬ সপ্তাহ
•সপ্তাহে ০২টি ক্লাস এবং ০১টি প্র্যাকটিস সেশন।
ক্লাসের সময়কালঃ দুই ঘণ্টা (প্রশ্ন/উত্তর পর্ব সহ)
•থিওরী ক্লাসঃ শুক্রবার ও শনিবার (রাত ০৮টা থেকে ১০টা)
•প্র্যাকটিস সেশনঃ সোম ও মঙ্গলবার (রাত ০৮টা থেকে ১০টা)

☞ প্রোগ্রাম ফীঃ ৭০০ টাকা মাত্র।
☞ পেমেন্ট মেথডঃ
• অবশ্যই Send Money করবেন।
•বিকাশ/উপায়/নগদঃ 01971815632 (Personal)
•রকেটঃ 017302811099 (Personal)

☞ YSRA Facebook Page: https://www.facebook.com/ysrabd.org
☞ YSRA Facebook Group: https://www.facebook.com/groups/ysrabd
☞ Website: https://ysra.org.bd

#Research #Course #YSRA #Foundation_on_research #Bangladesh

এ সংক্রান্ত আরও সংবাদ