সেনাবাহিনীর ‘অগ্নিপথ’ প্রকল্প বিরোধী বিক্ষোভে উত্তাল ভারত

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২২

সেনাবাহিনীর ‘অগ্নিপথ’ প্রকল্প বিরোধী বিক্ষোভে উত্তাল ভারত

নয়াদিল্লি (ভারত), ১৮ জুন ২০২২ : ভারতীয় সেনাবাহিনীর কর্মসংস্থান প্রকল্প ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে পুরো ভারত। ১৩টি রাজ্যে প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

রেল, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। বিহার ও তেলেঙ্গানায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। তেলেঙ্গানায় বিক্ষোভে পুলিশ গুলি চালালে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বিভিন্ন রাজ্যে মোট ৩০টি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা।

এ পর্যন্ত ২শ’ ৩৪টি ট্রেনের শিডিউল বাতিল করেছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তর প্রদেশে আড়াইশ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

একদিকে ভারতজুড়ে ‘অগ্নিপথ’ প্রকল্প বিরোধী বিক্ষোভ অন্যদিকে, এই প্রকল্পে অগ্নিবীরদের বয়ঃসীমাতেও ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অগ্নিবীরদের জন্য আরও ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি বয়সের ঊর্ধ্বসীমাও আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্র।

অগ্নিপথ ভারতীয় সেনাবাহিনীর একটি প্রকল্প যার আওতায় ১৭ থেকে ২১ বছর বয়সীরা ৪ বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ পাবেন। কিন্তু চার বছর পর চাকরি হারাবেন তাদের ৪ ভাগের ৩ ভাগ জওয়ান। বাদ পড়ারা এককালীন অর্থও পাবেন। তবে ভারতের বিরোধীদলগুলো এবং তরুণ জনগোষ্ঠীর একটি অংশ এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ