হাতের নাগালে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন: তা বিনামূল্যে দেওয়ার জন্য সরকারের কাছে দাবী

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

হাতের নাগালে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন: তা বিনামূল্যে দেওয়ার জন্য সরকারের কাছে দাবী

ডা: সুধাকর কৈরী |

An effort towards a cervical cancer free nation.
উপরোক্ত বিষয়ের উপর আজ সেমিনার হলো হোটেল সোনারগাঁওয়ে। বাংলাদেশের অধিকাংশ স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ নিয়ে টপ লেভেলের অভিজ্ঞজনদের বক্তব্য, প্রাণবন্ত আলোচনা ও সুচিন্তিত মতামত আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।

বাংলাদেশে মহিলাদের স্তন ক্যান্সারের পর জরায়ুমুখের ক্যান্সার সবচেয়ে বেশী হয়ে থাকে। দেশে প্রতি বছর প্রায় ১৭,৬৮৬ জন জরায়ুমুখের ক্যান্সার রোগী ডায়াগনোসিস করা হয়। তারমধ্যে প্রায় ১০,৩৬২ জন মা মারা জান। মানে প্রতিদিন আমাদের ২৮ জন মাকে এই ঘাতক রোগে প্রাণ বিসর্জন করতে হয়।

জরায়ুমুখের ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটা প্রতিরোধ করা সম্ভব। আর তা করা যায়,
* ভ্যাক্সিন দিয়ে এবং
* নিয়মিত ভায়া (VIA) টেস্ট অথবা পেপস(Pap’s) টেস্ট করে।

আমাদের হাতের নাগালের মধ্যে চলে এসেছে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন। আর এই অসাধ্য সাধন করেছে বাংলাদেশী ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Incepta Pharmaceuticals কোম্পানি। পৃথিবীর অনেক দেশ যা করতে পারেনি ইনসেপ্টা ফাার্মা Papilovax তৈরী করে তা দেখিয়েছে। এখন অনেক মায়ের মৃত্যুরোধ করা সম্ভব হবে। ইনসেপ্টাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে আজ অফিসিয়ালী এই ভ্যাকসিন তাদের প্রোডাক্ট হিসাবে যুক্ত হলো।

দামী এ ভ্যাকসিন সাধারণ জনগণের নাগালের বাইরেই থেকে যাবে যদি না সরকার এগিয়ে আসে। জাতীয় টিকাদান কর্মসূচীতে এই ভ্যাকসিন বিনামূল্যে সংযোজন করার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে। এর আওতায় ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকে রাখার আহ্বান জানানো হয়েছে। Papilovax এই বয়সী মেয়েদের সবচেয়ে বেশী কার্যকরী।

আপাততঃ সামর্থ্য থাকলে আপনার অবিবাহিত মেয়েকে /বোনকে/ আত্মীয়াকে জরায়ুমুখের ক্যান্সারের টিকা দিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন। বিবাহিতদের ক্ষেত্রে সরকারী হাসপাতালে বিনালূল্যে VIA টেস্ট অথবা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে Pap’s টেস্ট করিয়ে তারপর টিকা নিলে ভালো হয়।

টিকার জন্য আপনার চিকিৎসকের সাথে অথবা ইনসেপ্টা ফার্মার সাথে যোগাযোগ করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ