স্পিকার ন্যান্সি পেলোসির বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২

স্পিকার ন্যান্সি পেলোসির বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ০৫ আগস্ট ২০২২ : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। তার তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি এবং বেইজিংয়ের পক্ষ থেকে সামরিক মহড়া প্রদর্শনের পর এমন ঘোষণা দেওয়া হলো। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, পেলোসি তার এ সফরের মধ্যদিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গভীরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত ঐক্যের চরম ক্ষতিসাধন করেছেন। এ কারণে চীন পেলোসি ও তার একেবারে নিকট আত্মীয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ