ওজনে তেল কম দেওয়ায় মৌলভীবাজারে এক পেন্ট্রোল পাম্পকে চল্লিশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২

ওজনে তেল কম দেওয়ায় মৌলভীবাজারে এক পেন্ট্রোল পাম্পকে চল্লিশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৭ অাগস্ট ২০২২ : ওজনে তেল কম দেওয়ায় মৌলভীবাজারে এমএফ ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ আগস্ট ২০২২) দুপুরে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে অবস্থিত এ পেন্ট্রোল পাম্পকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার মাতারকাপন, শমসেরনগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালিত হয়।
ফিলিং ষ্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়া- এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
উক্ত তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতার কাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে ফিলিং ষ্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ