জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষি খাতকে ধ্বংস করে দেবার জন্য ঘৃণ্য প্রচেষ্টা: জাতীয় কৃষক সমিতি

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষি খাতকে ধ্বংস করে দেবার জন্য ঘৃণ্য প্রচেষ্টা: জাতীয় কৃষক সমিতি

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ অাগস্ট ২০২২ : জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ অাজ সোমবার (৮ আগস্ট ২০২২) সংবাদপত্রে দেয়া বিবৃতিতে বলেন, দাতাগোষ্ঠির শর্ত বাস্তবায়ন করার জন্য সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে বাংলাদেশের কৃষি খাত ধ্বংস করে দেশকে এক দুর্বিসহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে করোনা মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল এই কৃষি। অথচ সেই কৃষি খাতকে পুরস্কৃত না করে, উল্টো ব্যবস্থা গ্রহণ করা গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ অারো বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের একটি সুবিপুল অংশকে ক্ষেতের ফসল হারিয়ে ও আশ্রয়হীন হয়ে যখন আগামী জরুরী আমন ফসল উৎপাদনে জন্য চেষ্টা করছে ঠিক সেই মুহুর্তে দেশের কৃষি খাতকে ধ্বংস করে দেবার জন্যে সরকারের উচ্চতর মহলে বিদেশী ষড়যন্ত্রে অংশ হিসাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে কৃষি খাতকে ধ্বংস করার তীব্র প্রতিবাদ জানাই।
দেশে প্রচন্ড খড়া পরিস্থিতি চলছে বিনা সেচে কোন ফসল উৎপাদন হবে না। ঠিক সেই মূহুর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কৃষি খাতকে ধ্বংস করে দেবার জন্য এটি ঘৃন্য প্রচেষ্টা হিসাবেই দেখছি সরকারের এই পদক্ষেপকে। এখানেই সর্বনাশ ডেকে আনবে, তাই তা প্রতিরোধে তেলের মুল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ