শিল্প-সাহিত্যের অন্তর্জাল তৃতীয় সংখ্যার জন্য লেখা আহ্বান

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

শিল্প-সাহিত্যের অন্তর্জাল তৃতীয় সংখ্যার জন্য লেখা আহ্বান

সাহিত্য প্রতিবেদক | ঢাকা, ১০ অাগস্ট ২০২২ : শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণনের জন্য লেখা আহ্বান করা হচ্ছে।
শিল্প ও সাহিত্যের যেসব বিভাগের জন্য লেখা দেয়া যাবে সেগুলো নিম্নরূপ-

(১) শ্রদ্ধাস্মরণ, (২) স্মৃতিচারণ, (৩) প্রবন্ধ, (৪) অনুবাদ প্রবন্ধ, (৫) গুচ্ছ কবিতা (সর্বোচ্চ ৫ টি কবিতা), (৬) যুগল কবিতা, (৭) একক কবিতা, (৮) অনুবাদ কবিতা, (৯) বড় গল্প, (১০) ছোটোগল্প, (১১) অণুগল্প, (১২) অনুবাদ গল্প, (১৩) মুক্তগদ্য, (১৪) ভ্রমণকাহিনি, (১৫) বই আলোচনা, (১৬) পাঠ প্রতিক্রিয়া, (১৭) ম্যাগ আলোচনা, (১৮) চলচ্চিত্রকথা, (১৯) নাট্যকথা, (২০) ধারাবাহিক উপন্যাস, ২১) ধারাবাহিক প্রবন্ধ, (২২) শিল্প-সাহিত্য সংবাদ।

লেখা পাঠাতে হবে ওয়ার্ড ফাইলে করে ই-মেইলে। ওয়ার্ড ফাইলে যেকোনো ইউনিকোড ফন্ট ব্যবহার করা যাবে। বিজয় প্রোগ্রামে লেখা কোনো ফাইল গ্রহণ করা হবে না।

শ্রদ্ধাস্মরণ বিভাগের জন্য উপমহাদেশের সদ্য প্রয়াত প্রখ্যাত শিল্পী ও সাহিত্যিকবৃন্দ- বিশেষ করে; অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী, নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, গীতিকার কাওসার আহমেদ চৌধুরী, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ও শিল্পী বাপ্পী লাহিড়ী অথবা আপনার নির্বাচিত অন্য কোন শিল্প-সাহিত্য ব্যক্তিত্ব নিয়ে নিবন্ধ পাঠাতে হবে।

প্রতিটি বিভাগে শুধু পূর্বে অপ্রকাশিত, সৃজনশীল, মননশীল এবং মৌলিক লেখা প্রকাশের জন্য গ্রহণ করা হবে। লেখার সাথে লেখকের ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি পাঠাতে হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ- ১০ সেপ্টেম্বর ২০২২।

লেখা পাঠানোর ই-মেইল ঠিকানা- anupranan.antorjal@gmail.com

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, প্রথম ও দ্বিতীয় সংখ্যার লিংক-

https://magazine.anupranon.com/সূচীপত্র/শিল্প-সাহিত্যের-অন্তর্জ-3/

https://magazine.anupranon.com/সূচিপত্র/সূচিপত্র-২য়-সংখ্যা-জুন-২২/

এ সংক্রান্ত আরও সংবাদ