সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ আগস্ট ২০২২ : সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের জন্য মূল বেতনের ৬০ ভাগ আপৎকালীন ভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীরাও এর বাইরে নয়। এমনিতেই অধিকাংশ সংবাদ মাধ্যমে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ কার্যকর হয়নি, অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বেতন ভাতা দেয়া হয় না। এই পরিস্থিতিতে বিএফইউজে বার বার বলে আসছে, যে সকল প্রতিষ্ঠান নবম ওয়েজবোর্ডের সুপারিশ কার্যকর করেনি, যে সকল প্রতিষ্ঠান নিয়মিত বেতন-ভাতা দেয় না তাদের জন্য সরকারের সকল সুযোগ-সুবিধা বন্ধ করা হোক।
বর্তমান পরিস্থিতিতে বিএফইউজে মালিকদের প্রতি সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য অবিলম্বে ৬০ ভাগ আপৎকালীন ভাতা দেয়ার দাবি জানায়। সরকারের প্রতি সকল জটিলতার অবসান ঘটিয়ে সকল প্রতিষ্ঠানে দ্রুত নবম ওয়েজবোর্ডের সুপারিশ কার্যকর করার পাশাপাশি বর্তমান বাজারদর ও প্রকৃত মূল্যস্ফীতি সমন্বয় করে নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানায়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D