সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ আগস্ট ২০২২: “দুর্নীতি দারিদ্র্য ও অবিচার বাড়ায়। আসুন, দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে – এখনই।”- এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে “ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা” শীর্ষক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (১১ অাগস্ট ২০২২) বেলা ১১টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শ্রীমঙ্গলের সনাক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গলে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবনমান উন্নয়নকল্পে সনাকের ১৬ দফা দাবী সম্বলিত এক স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অালোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের ভিম্পল সিনহা ও বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন কমিটির সভাপতি ঝলক দেববর্মা।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়াপার্সন ও সনাক সদস্য জিডিশন প্রধান সূছিয়াং।
অালোচনা সভায় সম্মানিত অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর অবদান ও ভূমিকাকে গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে। কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়। যে কারণে আমরা সব সময় সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলি।”
আলোচনাসভা শেষে সম্মানিত অতিথিবৃন্দ শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো: আলী রাজিব মাহমুদ মিঠুন মহোদয়ের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শ্রীমঙ্গলের ক্ষুদ্র জাতিসত্তার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে কিছু দাবী জানানো হয়; দাবীসমূহ হচ্ছে;
১. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমানের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনেরপক্ষ থেকে বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা;
২. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিস্বত্তার বিশেষ করে দুর্গম চা বাগান, খাসিয়াপুঞ্জি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালু করা ;
৩. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুবক ছাত্রছাত্রীদের জীবন মান উন্নয়নের জন্য কম্পিউটার সহ অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা ;
৪. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি অথবা অর্ধ-সরকারি করণ করার উদ্যোগ নেওয়া ;
৫. দেশীয় কারিকুলামে ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণে মাতৃভাষায় পাঠ্যবই প্রণয়নে উদ্যোগ নেওয়া ;৬. শ্রীমঙ্গলে উপজেলা পরিষদসহ সকল ইউনিয়ন পরিষদের বাৎসরিক বাজেটে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখা।
৭. শ্রীমঙ্গলের চা-বাগানগুলোতে শ্রমিকদের বাইরে আসা যাওয়ার ক্ষেত্রে মালিক পক্ষের কাছে হেনস্তার শিকার হওয়া থেকে রক্ষা করা, বিশেষ করে বিদেশী কোম্পানির গুলোর এই ধরনের আদিম ও বর্বর আচরণ বন্ধ করার উদ্যোগ গ্রহণ;
৮. শ্রীমঙ্গলে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের যোগাযোগের জন্য রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা;
৯. ক্ষুদ্র্র জাতিসত্তার মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকার থেকে আর্থিক সহায়তা বা উপবৃত্তির ব্যবস্থাকরা করা;
১০. শ্রীমঙ্গলের রামনগর মণিপুরী পাড়ায় অবস্থিত মণিপুরী লাইব্রেরী’র কাঠামোগত উন্নয়নে স্থানীয় পর্যায়ে সাহায্য সহযোগিতা করা;
১১. শ্রীমঙ্গলে বসবাসরত জাম্বুরাছড়ায় বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ থেকে ঘর প্রদান করা ;
১২. শ্রীমঙ্গলের ত্রিপুরা জনগোষ্ঠীদের বৃহৎ গ্রাম ডলুছড়ার প্রধান সড়কে সরকারিভাবে একটি গেইটের ব্যবস্থা করা;
১৩. সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে শ্রীমঙ্গলে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের আরো বেশি করে অর্ন্তভ’ক্ত করা এবং বরাদ্দ বৃদ্ধি করা;
১৪. দুর্গম অঞ্চলে বসবাসরত শ্রীমঙ্গলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ মৌলিক সেবাসমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোতে পৃথক তদারকি ব্যবস্থা তৈরি করা;
১৫. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের কমিটিতে এবং উপজেলার বিভিন্ন কমিটিতে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের অন্তর্ভূক্ত করা এবং মাসিক বা ত্রৈমাসিক ভাবে সভা আয়োজনের ব্যবস্থা করা;
১৬. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে উপজেলা প্রশাসন/স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা;
আলোচনা সভা এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহ বিভিন্ন স্থানে বসবাসরত খাঁসিয়া, গারো, দলিত, মনিপুরি, ত্রিপরা, মুন্ডা ও চা জনগোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D